
অনলাইন ডেস্ক :
প্রকাশের পর থেকেই সাড়া জাগিয়েছে আরশ খান-তানিয়া বৃষ্টি জুটির নতুন নাটক ‘হেডফোন’। সাইফুল হাফিজ খান পরিচালিত নাটকটি মাত্র চারদিনেই দেখেছে ১২ লাখের বেশি দর্শক। গত দুদিন ধরে নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে রয়েছে। ফেরারী ফরহাদের রচনায় নাটকটি প্রকাশিত হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।
আরশ খান তানিয়া বৃষ্টি ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন জয়নাল জ্যাক, আনোয়ার শাহী, জান্নাত, রিয়াজ রাজ প্রমুখ। নাটকের সাফল্য প্রসঙ্গে নির্মাতা সাইফুল হাফিজ খান বলেন, ‘এর আগে একই জুটিকে নিয়ে ‘লাভ টর্চার’ নামে একটি নাটক নির্মাণ করেছিলাম। সেটিও সাড়া জাগিয়েছিল। এই গল্পটি নিয়ে আশাবাদী ছিলাম। তবে এত দ্রুত এমন সাড়া পাব ভাবিনি। ’

 
                     
             
                                         
                                        