আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ঘোষণা

আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে নারী শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২০ ডিসেম্বর) গভীর রাতে এ নির্দেশনা দেয় তালেবান সরকারের উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসি।

শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে জানিয়েছে, তাদের এ সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারবে না। ৩ মাস আগেই দেশটিতে হাজার হাজার নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। এরপরই কর্তৃপক্ষের নতুন ঘোষণা এলো। গত বছর আফগানিস্তানের ক্ষমতায় ফেরে তালেবান। ওই সময়ই বিশ্ববিদ্যালয়ে নারী-পুরুষ আলাদা কক্ষে বসে পাঠদানের নিয়ম চালু করে। এমনকি, পশু চিকিৎসা-ইঞ্জিনিয়ারিং-অর্থনীতি-কৃষি ও সাংবাদিকতা অধ্যায়নের বিষয়ে নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপিত হয়। পুরো বিশ্বেই চলছে এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *