
অনলাইন ডেস্ক :
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় টিকটক মিউজিক অ্যাপ। প্রতিদিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। আর এতে করেই সমাজে এই অ্যাপের কুপ্রভাব পড়ছে বলে মনে করছেন অনেকেই।
অশ্লীলতার দায়ে ভারত, পাকিস্থানসহ বিশ্বের বেশকিছু দেশ ‘টিকটক’ অ্যাপের ডাউনলোড বন্ধ করে দিয়েছে। ফলে সে সব দেশ থেকে গুগল প্লে স্টোর দিয়ে এই অ্যাপ আর ডাউনলোড করা যাবে না। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে দেখা যায়, দেশে আপত্তিকর ভিডিও আপলোডের শীর্ষে বাইটড্যান্স মালিকানাধীন শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফরম টিকটক। বছরের দ্বিতীয় প্রান্তিকে টিকটক বাংলাদেশ থেকে প্রায় ৫০ লাখ আপত্তিকর ভিডিও সরিয়েছে। দেশে যেকোন সামাজিক প্লাটফোমে মাত্র তিন মাসে ৫০ লাখ আপত্তিকর ভিডিও আপলোডের ঘটনাকে দেশের তরুণ সমাজের জন্য ঝুঁকির মনে করা হয়। গত ২৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ‘কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট’ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ভিডিও সরানো হয়েছে ৪৯ লাখ ৭৪ হাজার ৮৩৮টি। ওই ভিডিওগুলোর বেশিরভাগই আপত্তিকর ভিডিও।

 
                     
             
                                         
                                        