হিলি স্থলবন্দরে রেকর্ড পেঁয়াজ আমদানি

হিলি স্থলবন্দরে রেকর্ড পেঁয়াজ আমদানি

অনলাইন ডেস্ক :

হিলি স্থলবন্দর দিয়ে এক দিনে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। চাহিদা থাকায় ভালো দাম পেয়ে খুশি আমদানিকারক ব্যবসায়ীরা। তবে বিপাকে পড়তে হয়েছে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারদের।

শারদীয় দুর্গাপূজার টানা আট দিন বন্ধের পর শনিবার (৮ অক্টোবর) দুপুর থেকে শুরু হয় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য। হিলি কাস্টমসের তথ্যমতে, আমদানি শুরু হওয়ার পর শনিবার প্রথম দিন ভারতীয় ৩০ ট্রাকে ৯৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। এদিন ভারত থেকে পাথর, ভুষি, ভুট্টা ও পেঁয়াজসহ বিভিন্ন পণ্য নিয়ে ভারতীয় ৯১টি ট্রাক বন্দর দিয়ে প্রবেশ করে। যার মধ্যে শুধু পেঁয়াজ আমদানি হয়েছে ৩০ ট্রাক, যা বিগত কয়েক সপ্তাহ থেকে বেশি। এদিকে পেঁয়াজের আমদানি শুরু হওয়ার পর বন্দরে আসতে থাকে পাইকারপত্র। বিকেলে হিলি স্থলবন্দরে দেখা গেছে, ভারতীয় পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো সাজিয়ে রাখা হয়েছে। প্রতিটি ট্রাকের কাছে ক্রেতা-বিক্রেতার আনাগোনা। মান ভালো হওয়ায় পেঁয়াজের দাম অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *