বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে পুরোনো পত্রিকা

বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে পুরোনো পত্রিকা

অনলাইন ডেস্ক :

বিশ্বের সবচেয়ে পুরোনো ছাপা পত্রিকা ‘ভিনার জেইতুং’ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে প্রকাশিত হতো সংবাদপত্রটি।

১৭০৩ সালে যাত্রা শুরু করা ৩২০ বছর পুরোনো পত্রিকাটি গতকাল শুক্রবার (৩০ জুন) সর্বশেষ ছাপা সংস্করণটি প্রকাশ করে।

অস্ট্রিয়ায় যদি কোনো প্রতিষ্ঠান গণবিজ্ঞপ্তি প্রকাশ করত তাহলে সেটি পত্রিকায় অর্থের বিনিময়ে প্রকাশ করতে হতো। কিন্তু এ বছরের এপ্রিলে দেশটিতে একটি নতুন আইন করা হয়। এই আইনে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়। ফলে ‘অফিসিয়াল গ্যাজেট’ হিসেবে যে দায়িত্ব ভিনার জেইতুং পালন করত সেটি শেষ হয়ে যায়। এতে করে পত্রিকাটির আয়ের রাস্তাও বন্ধ হয়ে যায়।

ওই আইন পাশের পরপরই প্রাচীন পত্রিকাটির প্রকাশকের আয় প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ড কমে যায়। এরপর বাধ্য হয়ে কর্তৃপক্ষ ৬৩ কর্মীকে ছাঁটাই করে। এই ছাঁটাইয়ের পর পত্রিকাটির এডিটরিয়ালের লোকবল ৫৫ থেকে মাত্র ২০ জনে নেমে আসে। এতকিছু করার পরও লাভজনক না হওয়ায় এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

One thought on “বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে পুরোনো পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *