
অনলাইন ডেস্ক :
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ আসর কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ দেখতে গিয়েছেন। তাদের দুজনেরই প্রিয়দল আর্জেন্টিনা। সম্প্রতি আর্জেন্টিনা ও চিলির খেলা তারা সরাসরি মেটলাইফ স্টেডিয়ামে বসে দেখেছেন। আর্জেন্টিনা ১-০ গোলে জেতায় তারা ভীষণ খুশি। গত বুধবার (২৬ জুন) সকালে মেহজাবীন-ফারিণ তাদের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে গ্যালারিতে বসে খেলা দেখার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তারা। মেহজাবীন বেশকিছু ছবিসহ দুটি পোস্ট করেন। প্রথম পোস্টে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আজকে কে জিততে পারে? আরেকটি পোস্টে কোপা আমেরিকা ২০২৪ ফটো ডা¤প নামে আরও কিছু ছবি পোস্ট করেন তিনি। তার পরনে ছিল আর্জেন্টিনার জার্সি। ফারিণও গ্যালারির কয়েকটি ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
