অনলাইন ডেস্ক :
প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড এখন বাংলাদেশি পেসারদের বোলিং কোচ। তার দেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্স করেছে পেসাররা। তার নির্দেশনা পেয়েই তাসকিন-শরীফুলরা প্রোটিয়া শিবিরে আগুন ধরিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয়। টাইগারদের এই পারফরম্যান্স টেস্টেও দেখতে মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা। সোমবার (২৮ মার্চ) ডারবানে সাংবাদিকদের টাইগার পেস বোলিং কোচ ডোনাল্ড বলেন, ‘বাংলাদেশি পেসারদের দেখে আমি খুবই রোমাঞ্চিত। তাসকিন এবং শরীফুল তো আছেই, পাশাপাশি খালেদ আহমেদদের সঙ্গে প্রথমবার সামনাসামনি কাজ করছি। তাদের মানসিকতা আমার খুব ভালো লেগেছে। একটা করে ম্যাচ ধরে তারা যেভাবে এগিয়ে যায় সেটাও দারুণ। সেই সঙ্গে অবশ্যই তারা খুব ভালো শ্রোতা। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ওয়ানডে সিরিজে তারা যে আগ্রাসন দেখিয়েছে, তা প্রশংসনীয়। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ৩১ মার্চ থেকে।