
কামরুল ইসলাম (মেহেরপুর প্রতিনিধি) :
মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।
শনিবার দুপুর তিনটার সময় সদর উপজেলার শোলমারী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের নিকট থেকে আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, শোলমারী গ্রামের আহসানুল্লাহ ছেলে মোঃ রাজু মিয়া(২২) এবং কুতুবপুর গ্রামের কুরবান আলীর ছেলে কাবুল হোসেন (৩৫)।
মেহেরপুর জেলা ডিবি সুত্র জানায়,মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রামে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুলতান মাহমুদের নেতৃত্বে এএসআই আহসান হাবীব,এএসআই মাহাতাব উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাজু ও কাবুলকে আটক করে। এসময় তাদের নিকট থেকে আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক রাজু ও কাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।