অনলাইন ডেস্ক :
জালিয়াতি আর মােটা অঙ্কের ঘুষের বিনিময়ে পুলিশে চাকরি দেয়া একটি চক্র শনাক্ত করেছে পুলিশ সদর দপ্তর। জালিয়াতির প্রমানে ১৮ কনস্টেবলের চাকরি গেলেও, চক্রের কর্মকর্তারা আছেন বহাল তবিয়তে। কারাে আবার পছন্দের জায়গায় পােস্টিং বা বদলিও হয়েছে। অভিযােগ আছে,১৫ থেকে ২০ লাখ টাকার বিনিময়ে চাকরি হয় এসব তরুণের। এখন তাদের চাকরি গেলেও, রহস্যজনক কারনে ধােরাছোঁয়ার বাইরে- চাকরি পাইয়ে দেয়া পুলিশের অসাধু কর্মকর্তারা।
তথ্যসূত্র ও ছবি : যমুনা টিভি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited