অনলাইন ডেস্ক :
বর্তমান সময়ে সিনেমার বাজার যেমনই হোক, তবু নিজর দাম বাড়াচ্ছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ মুক্তি পেতে পেতে বছর শেষ। তার আগে বিগ বস ১৬-এর সঞ্চালনা দিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছেন ভাইজান?
পারিশ্রমিক হেঁকেছেন ১০০০ কোটি রুপি, যা শুনে চোখ কপালে ব্যবস্থাপকদের। এর আগে যত পারিশ্রমিক নিয়েছেন তার চেয়ে তিনগুণ বেশি! অতএব নতুন শোয়ের দিনক্ষণের বদলে খবরের শিরোনামে এখন সঞ্চালক স্বয়ং। জানা গেছে, বিগ বস ১৫-তে সঞ্চালক হিসেবে সালমানের পারিশ্রমিক ছিল ৩৫০ কোটি রুপি। চলতি বছর অক্টোবরে শুরু হতে চলা বিগ বস ১৬-এর ক্ষেত্রে কেন এমন আকাশছোঁয়া চাহিদা সালমানের, তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে হঠাৎ করেই কি বেশি টাকার প্রয়োজন হয়ে পড়ল ভাইজানের? সে সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। সম্প্রতি নিরাপত্তা জোরদার করতে আগ্নেয়াস্ত্র কাছে রাখার আইনি অনুমতি নিয়েছেন সালমান। বুলেটপ্রুফ গাড়িও নাকি কিনেছেন। সিধু মুসেওয়ালা খুনের পর গ্যাংস্টারদের থেকে প্রতিনিয়ত হুমকি পেতে পেতে ঝুঁকি নিতে চাইছেন না সালমান, ভারতীয় সংবাদ সংস্থা সূত্রে এমনটিই খবর। তবে নিরাপত্তা জোরদার করতে গিয়েই সর্বস্বান্ত হয়ে পড়লেন কিনা অভিনেতা, সে নিয়েও সংশয় দেখা দিচ্ছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited