অনলাইন ডেস্ক :
ক্রাইস্টচার্চে বাংলাদেশ ইনিংস ও ১১৭ রানে হেরেছে। এর চেয়েও বড় ঘটনা টাইগাররা এই প্রথম ট্রফি জিতে ফিরছে। হোক না সেটা যৌথভাবে। তবু তো সিরিজ শেষে ট্রফিতে হাত দিতে পেরেছেন টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক। সেটাই বা কম কিসে! তা ছাড়া নিউজিল্যান্ড থেকে নিকট অতীতে কোনো দলই টেস্ট সিরিজ জয়ের আনন্দ নিয়ে ফিরতে পেরেছে! কিন্তু মুমিনুলরা তা পেরেছেন। তারা ম্যাচ শেষে ট্রফি নিয়ে ছবিও তুলেছেন। বাস্তবতার কথা চিন্তা করলে, ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। নিউজিল্যান্ড সফরে মাঠের ক্রিকেট শেষ গেছে গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি)। তবে ম্যাচ শেষ হলেও নিউজিল্যান্ডে আরও কয়েক দিন থাকতে হবে মুমিনুল-লিটনদের। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে গতকাল জানা গেছে, বাংলাদেশ দল ঢাকায় ফিরবে আগামী ১৫ জানুয়ারি শনিবার। দেশে ফেরার ফ্লাইটে চড়ার আগে এই কয়েকটা দিন ছুটি কাটাবেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড ঘুরে দেখার সুযোগও পাচ্ছেন তারা। বিশ্রামটা তাদের প্রয়োজনও। কারণ, দেশে ফিরেই যে বিপিএল খেলতে নেমে যেতে হবে সবাইকে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited