ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কিছু মানুষের জন্য প্রোফাইল পিকচার গোপন রাখা যাবে। এছাড়া প্রয়োজনে ‘লাস্ট সিন’ সুবিধাটিও গোপন রাখতে পারবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের ফিচার পর্যবেক্ষণকারী সাইট ওয়াবেটাইনফোর বরাত দিয়ে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা আরও উন্নত করতে প্রোফাইল পিকচার ও লাস্ট সিন গোপন করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। সেপ্টেম্বরের শুরুতে আইওএস ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে সুবিধাগুলো চালু হয়। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এই ফিচারের পরীক্ষা চালানো হচ্ছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited