অনলাইন ডেস্ক :
গুজরাটের রাজকোটে এক মাতৃত্বকালীন হাসপাতাল ‘পায়েল মেটারনিটি হোম’-এ নারীদের গাইনোকোলজিক্যাল চেকআপের সময় ধারণ করা ভিডিও পর্নো সাইট ও টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছিল, তাদের সিসিটিভি সার্ভার হ্যাক হয়েছে। পরে তদন্তে জানা যায়, শুধু এই হাসপাতাল নয়, দিল্লি, মুম্বাই, পুনে, নাসিক, সুরাট ও আহমেদাবাদসহ ভারতের প্রায় ৮০টি প্রতিষ্ঠানের সিসিটিভি সিস্টেম হ্যাক করা হয়েছিল। এসব প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন না করায় হ্যাকাররা ‘ব্রুট ফোর্স’ কৌশলে সহজেই প্রবেশ করে প্রায় পুরো ২০২৪ সালের ভিডিও ফুটেজ সংগ্রহ করে। সেসব ভিডিও পরে বিভিন্ন পর্নো ওয়েবসাইট ও টেলিগ্রাম গ্রুপে বিক্রির জন্য প্রকাশ করা হয়। ফেব্রুয়ারিতে কয়েকজন হ্যাকার গ্রেফতার হলেও ভিডিও ছড়ানো জুন পর্যন্ত চলেছিল। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা শক্তিশালী পাসওয়ার্ড, দুই-স্তরের যাচাই ব্যবস্থা ও উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে প্রমাণ করেছে। ঘটনাটির পর রাজকোট স্বাস্থ্য প্রশাসন নতুন ডিজিটাল নিরাপত্তা নীতিমালা পর্যালোচনা শুরু করেছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited