অনলাইন ডেস্ক :
কার্প জাতীয় মা মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে মিলল ছোট্ট একটি ইলিশ মাছ। হাটাহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা ইলিশ ধরা পড়ার তথ্য নিশ্চিত করেন। হালদায় অবৈধ জাল জব্দে অভিযান পরিচালনার সময় এই ইলিশ পাওয়া যায়।
এটির দৈর্ঘ্য প্রায় ১১.৫ ইঞ্চি, প্রস্থ ২ ইঞ্চি এবং ওজন ২৬৫ গ্রামের মতো। শনিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় হালদা নদী মোহনার নিকটবর্তী চাঁদগাঁও অংশে অবৈধভাবে পাতানো একটি জালে আটকা পড়ে ইলিশ মাছটি। মাছটি জীবিত উদ্ধার করে ফের নদীতে অবমুক্ত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। তিনি বলেন, বিকালে হালদা নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা নয়াহাট থেকে মোহনা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাতানো অবস্থায় দুটি কারেন্ট জাল ও একটি চর ঘেরা জাল এবং মাছ ধরার ৫টি বড়শিও জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৫০০ মিটার।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited