
বিনোদন ডেস্ক :
গত ২০ আগস্ট থেকে মুখরিত দেশের অত্যাধুনিক প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স। সদ্য চালু হওয়া মিরপুর শাখাসহ মাল্টিপ্লেক্সটির সব শাখায় চলছে হলিউডের আলোচিত ছবি তিন ছবি। এগুলো হলো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’, ‘দ্য সুইসাইড স্কোয়াড’ ও ‘জাঙ্গল ক্রুজ’। তিনটি ছবিতেই বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ। বলেন, ‘স্বাস্থ্যবিধি অনুযায়ী সিনেমা প্রদর্শন চলছে। দর্শকদের উপস্থিতিতে আবার প্রাণ ফিরে পেয়েছে স্টার সিনেপ্লেক্স। হল খোলার পর থেকে দর্শকরা নিয়মিত আসতে শুরু করেছেন।’
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited