সিনেমা ডেস্ক :
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা সিনে দুনিয়ায় ২৩ বছর পার করলেন। নব্বইয়ের দশকে তার গালের টোল পড়া দেখে দেওয়ানা হয়ে যেতেন তার ভক্তরা। তার মিষ্টি মধুর হাসিতেই মগ্ন ছিল বলিউড সিনেমাপ্রেমীরা। তবে বহুদিন ধরে এই লাবণ্যময় নায়িকা সিনে পর্দার বাইরে আছেন।কিন্তু এখনও তার মিষ্টিমুখ আচ্ছন্ন করে আট থেকে আশি বয়সী সকল দর্শকদের।
প্রীতি জিনতার অভিষেক হয়েছিল ‘দিল সে’ ছবির মাধ্যমে। তবে সেই ছবিতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর তাকে মূল নায়িকার চরিত্রে প্রথম দেখা যায় ‘সোলজার’ ছবিতে। তিনি তার প্রথম ছবি থেকেই বলিউডে সাড়া ফেলে দিয়েছিলেন। অভিনয়ের জন্য তিনি প্রথম ছবিতে সেরা ডেবিউও অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
সেরকমই একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে প্রীতি লেখেন, যদি আপনি রংধনুর পিছনে ছুটেন তাহলে আপনাকে বৃষ্টিতে ভিজতেই হবে। কারণ বৃষ্টিহীন জীবন অনেকটা ছায়াহীন সূর্যের মতো। সিনেমা জগতে আজ আমার ২৩ বছর পূর্ণ হল। আজ আমি তাদের কথা ভেবে আনন্দিত যারা আমার এই সিনেমা জগতের যাত্রায় বরাবর আমার সঙ্গে থেকেছেন।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited