আন্তর্জাতিক ডেস্ক :
প্রায় সাড়ে নয় লাখ মাটির প্রদীপ জ্বালিয়ে নতুন রেকর্ড করলো অযোধ্যা। দীপালী উপলক্ষে সরযূ নদীর তীরে বুধবার (০৩ নভেম্বর) জ্বালানো হয়েছিল ৯ লাখ ৪১ হাজার ৫৫১টি মাটির প্রদীপ। একটি জায়গায় এত সংখ্যক মাটির প্রদীপ এর আগে বিশ্বের কখনও কোথাও জ্বলেনি। তাই মাটির প্রদীপ জ্বালানোতে তৈরি হল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। নতুন এই রেকর্ডের কথা জানিয়েছে রাজ্যের তথ্য ও সম্প্রচার দফতর। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের একটি শংসাপত্রও দিয়েছে। যোগীরাজ্যের তথ্য এবং জনসংযোগ দফতরের আইএএস অফিসার নিজের টুইটার থেকে শেয়ার করেছেন সেই শংসাপত্রের ছবি। সরযূ নদীর তীর ছাড়াও অযোধ্যার বিভিন্ন জায়গায় আরও ৩ লাখ প্রদীপ জ্বালানো হয়েছিল এদিন। সরযূর তীরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১২ হাজার স্বেচ্ছাসেবক প্রদীপ জ্বালানোর কাজে হাত লাগিয়েছিলেন। রাম কি পেড়ি ঘাটে লেজার শো-এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল রামায়ণের বিভিন্ন দৃশ্য। সব মিলিয়ে দীপালীর প্রাক্কালে নতুন রেকর্ডের সাক্ষী ‘রাম জন্মভূমি।’
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited