অনলাইন ডেস্ক :
সাপের মুখে চুমু খেয়ে ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ভারতের কর্ণাটক রাজ্যের শিমোগা জেলার ভদ্রাবতীতের এক যুবক। ওই যুবকের নাম অ্যালেক্স।
জানা গেছে, সাপ উদ্ধার করে থাকেন অ্যালেক্স। সম্প্রতি গোখরো সাপ উদ্ধার করার পর ক্যামেরার সামনেই সেই সাপের মাথায় চুমু খেতে গিয়েছিলেন তিনি। সবে তিনি সাপের মাথায় মুখ ঠেকিয়েছিলেন, তখনই হাতের মুঠোটা একটু আলগা হয়ে যায়। সেই সুযোগে অ্যালেক্সের ঠোঁটে কামড় বসিয়ে দেয় গোখরোটি। কামড় খাওয়ার পরই সেটিকে ছেড়ে দেন অ্যালেক্স। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের শিমোগা জেলার ভদ্রাবতীতে। সাপের ছোবল খাওয়ার পর অ্যালেক্সকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, শিমোগা জেলায় লোকালয়ে কোনও সাপ ঢুকলে অ্যালেক্স এবং রনি নামে দুই সাপ উদ্ধারকারীর ডাক পড়ে। সাপ উদ্ধারের পর সেগুলি জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন তারা। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভদ্রবতীতে এক বিয়েবাড়িতে সাপ ঢুকে পড়েছিল। তখন ডাক পড়ে অ্যালেক্সদের। অ্যালেক্স গোখরো উদ্ধারের পর ক্যামেরার সামনে সেটির মাথায় চুমু খেতে গিয়েই বিপত্তি ঘটে। ছোবল খাওয়ার পরেও সেই গোখরোটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন অ্যালেক্স। তার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে দু’দিন পর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হয়। এখন সে পুরোপুরি সুস্থ রয়েছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited