অনলাইন ডেস্ক :
নতুন আরও ফিচার নিয়ে আসছে জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং হোয়াটসঅ্যাপ। এবার ‘সার্চ মেসেজেস বাই ডেট’ নামের এই ফিচারের মাধ্যমে খুব সহজেই পুরোনো চ্যাট খুঁজে পাওয়া যাবে। এটি খুব শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে। এই সুবিধা চালু হলে পুরোনো হোয়াটসঅ্যাপ মেসেজ খোঁজার জন্য দীর্ঘ সময় ধরে স্ক্রল করতে হবে না। অ্যাপের নতুন ক্যালেন্ডার আইকন থেকে নির্দিষ্ট তারিখ লিখলেই ওই দিনের চ্যাট চলে আসবে। হোয়াটসঅ্যাপ ফিচার্স ট্র্যাকার ওয়েবেটাইন ইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক দিন থেকেই এই ফিচার পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষামূলক ভাবে শিগগিরই এটি নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। এই ফিচার উন্মুক্ত হলে প্রতিটি চ্যাটের সার্চ সেকশনে একটা ‘ক্যালেন্ডার আইকন’ দেখা যাবে। সেখানে তারিখ দিয়ে সার্চ করলেই পুরোনো চ্যাট পাওয়া যাবে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited