অনলাইন ডেস্ক :
শ্রীলংকা পরিস্থিতি সামনের কয়েক সপ্তাহে আরও অবনতি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জন আইলিয়েফ।
বুধবার (৭ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জন আইলিয়েফ দু’দিনের সফরে এসেছিলেন শ্রীলংকায়। সফর শেষে তিনি বলেছেন, দেশটিতে উদ্ভূত পরিস্থিতিতে ডব্লিউএফপির সাড়া দেয়া চরম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার ভাষায়- আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো জীবন রক্ষাকারী খাবার ও পুষ্টি সহায়তা পরিবারগুলোর কাছে পৌঁছে দেয়া। আমাদের এই পদক্ষেপের কেন্দ্রে থাকবে শিশু এবং নারীরা। তিনি আরও বলেন, ডব্লিউএফপির সর্বশেষ জরিপ বলে দেয় যে, শ্রীলংকায় অনাহারে থাকা মানুষের সংখ্যা দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited