অনলাইন ডেস্ক :
এশিয়া কাপ ফাইলে শ্রীলংকার কাছে পাকিস্তানের হারের পর বিতর্ক লেগেই আছে দেশটির ক্রিকেট অঙ্গনে। অধিনায়ক বাবর আজমকে একের পর এক আক্রমণ করছেন অলরাউন্ডার শোয়েব মালিক। এবার তার অবসর নিয়ে বাবরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন শোয়েব। অলরাউন্ডার শোয়েব মালিকের অভিযোগ, ভিডিও চ্যাটে বাবর অবসর নেয়ার পরামর্শ দিয়েছিলেন তাকে। তাদের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তৈরি করেছে নতুন বিতর্ক। ছয় মাস আগের ঘটনা নিয়ে শোয়েব বলেন, ‘বাবরের সঙ্গে আমার কথা হয়েছিল। আমাকে বলেছিল, চাইলে অবসর নিতে পারি। আমার মতে এ ধরনের বিষয়ে স্বচ্ছতা থাকা দরকার। সকলেই জানেন আমি কী চাই। বহু বছর ধরে খেলছি। মনে হয় এইটুকু আমার প্রাপ্য। বোর্ড কী চায় এবং খেলোয়াড়রা কী চায় এগুলো স্বচ্ছ থাকা উচিত।’ অভিজ্ঞ অলরাউন্ডারের কথায়, বাবর তাকে সিরিজ বা ম্যাচ বেছে খেলানোর কথা বলেছিলেন। এ ব্যাপারে তিনিও সহমত ছিলেন। শোয়েব বলেন, 'বাবরকে বলেছিলাম, তুমি চাইলে আমাকে সিরিজ বা ম্যাচ বেছে খেলাতে পার। তা হলে চাইব, খেলা বা না খেলার কথা তুমি আমাকে জানাবে। টানা খেলাতে চাইলেও রাজি আছি। উত্তরে বাবর বলেছিল, ‘ঠিক আছে তুমি খেলবে। কোন সিরিজ খেলবে, সেটা আমিই তোমাকে জানাব।’ এশিয়া কাপের কিছু দিন আগেও কথা হয়েছিল। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ছিল। সে সময় আমাকে বলেছিল, কয়েক জন নতুন ক্রিকেটারকে দেখে নিতে চায়। তাই আমাকে বিশ্রাম দেবে।'
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited