
বিনোদন ডেস্ক :
জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ টেলিফিল্ম ‘রানার’-এর গল্পে দেখা যাবে, গ্রামের পোস্ট অফিসের রানার খতিব মিয়া একজন মুক্তিযোদ্ধা। বাড়ি বাড়ি গিয়ে মানুষের চিঠি-পত্র বিলি করার কাজটা খুব আন্তরিকতার সাথে করেন। একা মানুষ তিনি। বাড়িতে ছোট্ট একটা ঘর। সবার সঙ্গে হাসি-খুশি থাকেন সবসময়। তবে তার ভেতরে অনেক কষ্ট। যার ডাকে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, তারিনসহ আরও অনেকে। টেলিফিল্ম ‘রানার’ প্রচারিত হবে রোববার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited