বিনোদন ডেস্ক :
চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল সিয়াম আহমেদ ও নোভার চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’র শুটিং। ছয় মাসের মধ্যেই শেষ হলো ছবিটির কাজ। আগস্টের প্রথম সপ্তাহেই ক্যামেরা ক্লোজ করেছেন এর নির্মাতা রনি ভৌমিক। নির্মাতা জানালেন, চলতি বছরই আসবে সিনেমাটি। এর মাধ্যমে চলচ্চিত্রের পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী নোভার। তিনি বললেন, ‘এটি আমার প্রথম ছবি। চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। দর্শক যদি আমার অভিনয় পছন্দ করেন, তাহলে হয়তো ছবিতে নিয়মিত অভিনয় করবো।’ তিনি জানান, বেশ গুছিয়ে ছবির শুটিং শেষ হয়েছে। এখন এটি রয়েছে সম্পাদনার টেবিলে। টোস্টার প্রোডাকশন প্রযোজিত এ সিনেমাতে সিয়াম-নোভা ছাড়াও অভিনয় করেছেন সানজিদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ। চলতি বছরের নভেম্বরে এটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited