
বিনোদন ডেস্ক :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন দেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। বাংলাদেশের প্রেক্ষাপটে এত বিগ বাজেটে পূজার গান এটাই প্রথম। গানের শিরোনাম ‘জয় জয় দুর্গা মায়ের জয়’। বিপ্লব সাহা ছাড়াও এতে আরো কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত দাস, কর্ণিয়া ও স্বপ্নীল সজীব। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির মূল ভাবনা, সার্বিক তত্ত্বাবধান, শিল্পী নির্বাচন এবং প্রযোজনাও করেছেন বিপ্লব নিজেই। এ প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, পূজার যে আনন্দ এ গানে সেই আনন্দই খুঁজে পাবেন শ্রোতা-দর্শক।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited