অনলাইন ডেস্ক :
ইরানের দক্ষিণাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার এই ভূমিকপম্পে আঘাট হানে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্টের ১০ কিলোমিটার গভীরে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে ওই প্রতিবেদনে জানা গেছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited