অনলাইন ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে শনিবার ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে হেরে যায় ভারত। লজ্জাজনক হারের পর হতাশাগ্রস্ত ভারতীয় শিবিরে এলো দুঃসংবাদ। দলটির তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা মাঠ থেকে সোজা হাসপাতালে। লিডসে তৃতীয় টেস্টে হাঁটুতে চোট পান জাদেজা। শনিবার টেস্ট শেষে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জাদেজাকে লিডসের একটি হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়। ইংল্যান্ড সফরে নটিংহ্যাম, লর্ডসের পর সিরিজের তৃতীয় টেস্ট লিডসেও খেলেছেন জাদেজা। লিডস টেস্টের প্রথম দিনে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান তিনি। লিডস টেস্টের প্রথম দিনেই হাঁটুতে চোট পান জাদেজা। মোহাম্মদ সামির করা ওভারের একটি বল পয়েন্টঅঞ্চল দিয়ে খেলেন ইংলিশ ওপেনার হাসিব হামিদ। সেই বল সরাসরি জাদেজার হাঁটুতে গিয়ে আঘাত করে। সেই ওভারেই জাদেজাকে ডান পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। ইংল্যান্ডের ইনিংসের ৩২তম ওভারে মাঠ ছাড়েন তিনি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited