অনলাইন ডেস্ক :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ মীরাক্কেল তারকা আবু হেনা রনির আগের চেয়ে কিছুটা ভালো আছেন।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রনির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের মিটিং শেষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান। তিনি বলেন, আবু হেনা রনির ও জিল্লুর রহমানের রক্ত পরীক্ষায় কিছু শঙ্কা দেখেছি। তবে তাদেরকে যে অবস্থায় নিয়ে আসা হয়েছিল তার চেয়ে ভালো রয়েছে। ডা. সামন্ত লাল বলেন, সাধারণত শ্বাসনালি ১৫ শতাংশ দগ্ধ হলেই ঝুঁকিপূর্ণ। কিন্তু রনি ও জিল্লুর রহমানের আরও বেশি দগ্ধ হয়েছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited