অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রে লেখক ও সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ আগস্ট) নিউইয়র্ক স্টেটের এক অনুষ্ঠানে মঞ্চে তার ওপর এই হামলা চালানো হয়।
সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সালমান রুশদিকে একটি বক্তৃতার জন্য পরিচয় করিয়ে দেয়ার সময় এক ব্যক্তি মঞ্চে উঠে ওই হামলা চালায় বিতর্কিত ‘স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকে লেখক সালমান রুশদী অব্যাহতভাবে হত্যার হুমকির মুখে আছেন। অনেক মুসলিমই এই বইটিতে ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন। ইরানের প্রয়াত সাবেক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে সালমান রুশদির অবস্থা কী তা জানা যায়নি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited