অনলাইন ডেস্ক :
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে জয়নাল আবেদীন (৫৫) মজুমদার নামের এক ব্যক্তি নিহত। এই ঘটনায় আহত হয়েছেন চারজন। আজ দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে জয়নাল আবেদীন মারা যান। বাকি চারজন চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, নিহত জয়নাল আবেদীনের স্ত্রী ফেরদৌসী বেগম (৪৫) আবদুল কবির আকন্দ (৫৮), মালতি রায় চৌধুরী (৫০) ও অটোরিকশা চালক মহির উদ্দিন (৩৫)। এ বিষয়ে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited