অনলাইন ডেস্ক :
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। টস জিতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।
জয় পওয়ার পরই গোপন রহস্য ফাঁস করেছেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক জানালেন, নির্দিষ্ট ভাবনা থেকেই ব্যাটিংয়ে চার নম্বরে তুলে আনা হয় নওয়াজকে। আর সেই বাজিতেই জয়ী হয়েছেন বাবর। মন্থর গতির শুরুর পর ঝড়ো ব্যাটে ১৮২ রানের লক্ষ্য টপকে গেছে তার দল। যদিও শেষ ওভারের প্রায় শেষ বলটাই খেলতে হয়েছে। ভারতের বিরুদ্ধে কেন চারে তুলে আনা হয় নওয়াজকে? ব্যাখ্যা দিতে গিয়ে বাবর বলেন, ‘নওয়াজ এমনিতে ভালই ব্যাট করে। তখন ভারত দুই লেগ স্পিনারকে দিয়ে বল করাচ্ছিল। সেটা দেখেই নওয়াজকে আগে পাঠাই। সেটা কাজে লেগে যাওয়ায় আমি খুশি।’
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited