অনলাইন ডেস্ক :
সম্প্রতি পুরুষদের তুলনায় নারীদের ‘মোটা’ হওয়া নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করে যুক্তরাজ্যের ইকোনমিস্ট পত্রিকা। ওই নিবন্ধে জনপ্রিয় অভিনেত্রী এনাস তালেবের ছবি ব্যবহার করা হয়েছে অনুমতি ছাড়া। এতে বেজায় চটেছেন অভিনেত্রী।
জানা গেছে, অপ্রাসঙ্গিকভাবে ওই ছবি ব্যবহারের ফলে তার গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে বলে ৪২ বছর বয়সী এনাস তালেব ইকোনমিস্ট পত্রিকার বিরুদ্ধে মামলা করেছেন। ইরাকের এই জনপ্রিয় অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি এজন্য যুক্তরাজ্যে আইনি পদক্ষেপ শুরু করেছেন। ইকোনমিস্ট পত্রিকা ইরাকের ব্যাবিলন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে নয় মাস আগে তোলা তালেবের ছবি ব্যবহার করেছিল। ‘কেন আরব বিশ্বে নারীরা পুরুষের চেয়ে মোটা হয়’- এই শিরোনামের নিবন্ধটি জুলাইয়ের শেষের দিকে প্রকাশিত হয়েছিল। এনাস তালেব নিবন্ধটিকে ‘সাধারণভাবে আরব নারী এবং বিশেষ করে ইরাকি নারীদের জন্য অবমাননাকর’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি প্রশ্ন করেছেন, ‘কেন পত্রিকাটি ইউরোপ বা যুক্তরাষ্ট্রের বদলে আরব বিশ্বের মোটা নারীদের প্রতি আগ্রহ দেখাল।’ তিনি বলেন, তিনি সুস্থ এবং নিজের চেহারা নিয়ে খুশি। ‘আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ’।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited