খেলাধুলা ডেস্ক :
একটি গোলও পাননি লিওনেল মেসি। তারপরও সেন্ত এতিয়েনের বিপক্ষে প্যারিস সেন্ত জার্মেইয়ের জয়ের নায়ক তিনি। লিগ ওয়ান ম্যাচে ঘুরে দাঁড়িয়ে তাদের ৩-১ ব্যবধানে জয়ের পথে তিনটি গোলেই সহায়তা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মারকিনুসকে দিয়ে দুটি ও আর্জেন্টাইন সতীর্থ আনহেল দি মারিয়াকে দিয়ে একটি গোল করিয়েছেন মেসি। তবে কষ্টার্জিত এই জয়ের আনন্দ বিষাদে রূপ নিয়েছে শেষ মুহূর্তে স্ট্রেচারে করে নেইমারের মাঠ ছাড়ার দৃশ্যে। আজ (রবিবার) ২০৭ দিন মাঠের বাইরে কাটিয়ে পিএসজির হয়ে অভিষেক হয়েছে সের্হিয়ো রামোসের। স্প্যানিশ ডিফেন্ডারের স্মরণীয় ম্যাচে ঘরের মাঠে ৪৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সেন্ত এতিয়েনে। শুরুতেই এগিয়ে যাওয়ার সুবিধা তাই তারা ধরে রাখতে পারেনি। প্রথমার্ধেই মারকিনুসের গোলে সমতায় ফেরা পিএসজি দ্বিতীয়ার্ধের শেষ ১১ মিনিটে জোড়া লক্ষ্যভেদে ৩ পয়েন্ট নিয়ে ফিরেছে। তাদের তিনটি গোলেই আছে মেসির ছোঁয়া।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited