ম্যাচের স্কোরলাইন বলছে, দুই গোল হজম করে হেরেছে ম্যানচেষ্টার সিটি। তবু পেপ গার্দিওলা বলছেন, অনেক ভালো খেলেছে তার দল। ম্যানচেস্টার সিটি কোচের আক্ষেপ শুধু গোলের সুযোগ হাতছাড়া করায়। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে পিএসজির কাছে ২-০ গোলে হারে সিটি। শুরুর দিকে ইদ্রিসা গেয়ির গোলে এগিয়ে যায় পিএসজি। পরে নতুন ক্লাবের হয়ে প্রথম গোল উপহার দিয়ে জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। ম্যাচের পর গার্দিওলা বললেন, আক্রমণ তারা অনেক করলেও তা যথেষ্ট গোছানো ছিল না। তিনি আরো বলেন, আমার মনে হয়, আমরা সত্যিই ভালো একটি ম্যাচ খেলেছি। তবে আমাদের যে মানের ফুটবলার আছে, শুরুতে হয়তো সেই তুলনায় হয়তো কিছুটা কম আগ্রাসী ছিলাম আমরা। গোলের সুযোগ আমরা যথেষ্টই সৃষ্টি করেছি। তবে আমরা মরিয়া আক্রমণ করলেও নিয়ন্ত্রণ ছিল কম। আর ওদের (পিএসজি) মান তো দুর্দান্তই।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited