অনলাইন ডেস্ক :
১৮ আগস্ট হঠাৎ করেই অ্যাক্টিভ হয়ে উঠল প্রয়াত বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুতের ফেসবুক প্রোফাইল। আর শুধু অ্যাক্টিভেটই নয়। প্রোফাইল থেকে দুম করে পোস্টও হয়ে গেল সুশান্তের এক অদেখা ছবি। ব্যাপারটা কি ঘটছে তা বোঝার আগেই হই হই করে প্রোফাইলে ঝাঁপিয়ে পড়লেন সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা। ঝড়ের বেগে আসতে শুরু করল ছবির নিচে মন্তব্য। সেকেন্ডের মধ্যে সেই ছবি শেয়ার হয়ে ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়।
জানা গিয়েছে, সুশান্ত সিং রাজপুত নিজে হাতে খুব একটা ফেসবুক করতেন না। বরং তাঁর ফেসবুক দেখার জন্য রাখা হয়েছিল বিশেষ একদল ব্যক্তিকে। তাঁরাই মূলত সুশান্তের সোশ্যাল মিডিয়ার দেখভাল করত। খবর অনুযায়ী, এই নতুন ছবি পোস্ট করার কীর্তি তাঁদেরই।
এই ঘটনায় প্রথমে নেটিজেনরা অবাক হলেও পরে অবশ্য সুশান্তের নস্ট্যালজিয়ায় বুঁদ হয়েছিলেন তাঁরা। আর তাই তো ছবির নিচের মন্তব্যে ভালবাসা ভরিয়ে দিলেন সুশান্ত অনুরাগীরা।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited