এইচপি দলের বিপক্ষে 'এ' দলের হয়ে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন জাতীয় দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তার শতকে 'এ' দল ছুঁড়ে দিয়েছে ৩৬৬ রানের বড় লক্ষ্য। ২৫২ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ 'এ' দল। ১১৮ বল খেলে ৪৬ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ মিঠুন, ৬৫ রানে ইয়াসির রাব্বি। শতকের খুব কাছে গিয়েও মুকিদুলের শিকার হয়ে ৮৬ রানে ফিরেন রাব্বি। রাব্বি ফিরে গেলেও নিজের ইনিংসটাকে বড় করেছেন মিঠুন। ইরফান শুক্কুরের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ের সঙ্গ কাজে লাগিয়ে ধীরে ধীরে এগিয়ে যান শতকের পথে। মিঠুনকে ৯৯ রানে রেখে বিদায় নেন শুক্কুর। দলীয় ৩৬৯ রানে সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৩৭ রান করেন। তার বিদায়ের পরপরই মিঠুন পূর্ণ করেন শতক। ২০৪ বলের মোকাবেলায় পেয়ে যান কাঙ্ক্ষিত শতকের দেখা। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited