অনলাইন ডেস্ক :
মালদ্বীপে শামীম ইসলাম সাগর নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে ৮১ হাজার ৩০ ডলার পাওয়া গেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা।
রোববার (২৫ আগস্ট) দেশটির ভেলেনা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে তাকে আটক করা হয়।
এয়ারপোর্টের কাস্টম সিকিউরিটি সন্দেহ অনুযায়ী তার ব্যাগ তল্লাশি করা হয়। তখন লাগেজের ভেতরে কালো পলিথিনের বাঁধা কনপ্লেক্সের একটি বক্সের ভেতরে এই ডলার পাওয়া যায়।
মালদ্বীপের আইন অনুযায়ী একজন প্যাসেঞ্জার তার সাথে করে বিশ হাজার ডলার নিতে পারবে। কাস্টম ডিক্লারেশনের মাধ্যমে এর চেয়েও বেশি ডলার নিতে পারবে। সেক্ষেত্রে সরকারের ট্যাক্স পরিশোধ প্রযোজ্য।
শামীম ইসলাম সাগর একটি বেসরকারি বিমানে ঢাকার উদ্দেশে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় তাকে আটক করা হয়। তার কাছে পাওয়া বান্ডিল করা ডলারের ওপর বিভিন্ন নামের ট্যাগ লাগানো রয়েছে। ধারণা করা হয়, এই ডলার পাচারের সঙ্গে অবৈধ হুন্ডির ব্যবসায়ীরা জড়িত।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited