অনলাইন ডেস্ক :
গত এক দশক তথা মাত্র ১০ বছরে বৈশ্বিক উষ্ণতা বেড়েছে ১ দশমিক ১৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (৮ জুন) জার্মান বন শহরে বার্ষিক জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-২৮) অন্তর্বর্তী আলোচনায় উপস্থাপিত নতুন গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আর্থ সিস্টেম সায়েন্স ডাটা জার্নালে প্রকাশিত ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সূচক-২০২২: জলবায়ু ব্যবস্থার ওপর মানুষের প্রভাবের সূচকগুলোর বার্ষিক আপডেট’ শীর্ষক গবেষণার বরাত দিয়ে সম্মেলনে গবেষকরা সতর্ক করে বলেছেন, মানুষের বিভিন্ন পরিবেশবিরোধী কর্মকাণ্ড বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বিগত কয়েক দশকজুড়ে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়েছে।
এর ফলাফল হিসেবে বিগত দশকগুলোতে গড়ে প্রতি দশকে দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বেড়েছে। তবে নজিরবিহীনভাবে ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এক দশকে সবচেয়ে বেশি তথা ১ দশমিক ১৪ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণতা বেড়েছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited