আন্তর্জাতিক ডেস্ক :
গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে ভারতের দক্ষিণাঞ্চল ও শ্রীলঙ্কায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্নাঞ্চলের বাসিন্দারা। ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে অনেক এলাকায় বন্যায় তলিয়ে গেছে পথঘাট। সরকারী তথ্য অনুযায়ী, চেন্নাইয়ের কিছু জায়াগায় জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে। শ্রীলঙ্কায় নিম্মচাপ কেটে যাওয়ায় বৃষ্টিপাত কমে আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়াবিদ প্রদীপ জানান, অতিবৃষ্টি কমে গেছে, তবে থেমে থেমে বৃষ্টি আসতে পারে। আপাতত বড় কোনও সতর্ক সংকেত নেই’। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ২৫ জনের মধ্যে ১৩ জনই তামিলনাড়ুতে মারা গেছেন। এদের বেশির ভাগই ডুবে মারা গেছেন। এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থা বিভাগের কর্তৃপক্ষ রামচন্দ্র। তামিলনাড়ুতে এখনও বেশ কিছু যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বন্ধ থাকা স্কুল-কলেজ এখন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited