অনলাইন ডেস্ক :
অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা কলকাতার পরিচালক রাজর্ষি দের ছবিতে অভিনয় করছেন। কলকাতার কোনো ছবিতে এটাই তার প্রথম অভিনয়। যদিও পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে আরও আগে সেখানে সংসার পেতেছেন তিনি। কলকাতায় মিথিলা যে ছবিটিতে অভিনয় করছেন, সেটি শেকসপিয়ারের লেখা নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত হচ্ছে; এ কথা অবশ্য আগেই জানিয়েছিলেন পরিচালক রাজর্ষি দে। পরে এও জানানো হয়, ছবিটি ‘মায়া’ নামে নির্মিত হচ্ছে। এর প্রধান চরিত্র আবার ‘মায়া’। এই মায়া চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের মিথিলা। গোপনীয়তা ও করোনায় স্বাস্থ্যবিধি মেনে নতুন ছবিটির শুটিং শুরু হয় গত ১২ জুলাই। শেষ হবে ২৮ জুলাই। কলকাতা ও তার আশপাশের এলাকায় চলছে এর শুটিং।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited