অনলাইন ডেস্ক :
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পরিকল্পিত একটি বৈঠক বাতিল করেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তির পর চলতি সপ্তাহে ফ্রান্সের সঙ্গে সাবমেরিন চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া। সেই ঘটনার জেরে ওই বৈঠক বাতিল করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, গত সপ্তাহে এইউকেইউএস নামে বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া। সেই চুক্তির আওতায় প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া। সে কারণে ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি তাদের বাতিল করতে হয়েছে। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে ব্যক্তিগত সিদ্ধান্তে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে বৈঠক বাতিল করেছেন। অবশ্য দেশ দুটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে এখনো কিছু জানায়নি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited