অনলাইন ডেস্ক :
ব্রিটিশ মন্ত্রীদের কর্মক্ষেত্রে ব্যবহৃত সেলফোনে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা রক্ষায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
খবরে বলা হয়েছে, দেশটির সরকারের ভয়, অফিশিয়াল ফোনে যেসব সংবেদনশীল তথ্য রয়েছে, টিকটক অ্যাপের মাধ্যমে চীন সরকার সেগুলোয় প্রবেশ করতে পারবে। তবে মন্ত্রীদের অ্যাপটি ব্যক্তিগত ফোনে ব্যবহার না করার কথা বলা হয়নি। শুধু অফিশিয়াল ডিভাইসে নিষিদ্ধ করা হয়েছে। কেবিনেট মন্ত্রী অলিভার ডোডেন বলেন, ‘এ নিষেধাজ্ঞা পূর্বসতর্কতামূলক পদক্ষেপ। খুব শিগগির তা কার্যকর হবে।’ ডোডেন বলেন, ‘আমি জনগণকে টিকটক ব্যবহার বন্ধ করতে বলব না, কিন্তু তাদের অবশ্যই প্রতিটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ডাউনলোড ও ব্যবহার করার আগে ডাটা পলিসি জেনে নেওয়া দরকার।’
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited