অনলাইন ডেস্ক :
বিশ্ববাজারে আরও কমেছে তেলের দাম। গত আগস্ট মাসে অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্য সূচক বেড়েছে। তাতে লাগাম টানতে আবার সুদের হার বাড়াতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে জ্বালানি পণ্যটির দরপতন হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের নভেম্বরের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ২ দশমিক ০৫ ডলার বা ২ দশমিক ২ শতাংশ। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৯১ দশমিক ৯৫ ডলারে। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ক্রডের দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৭৩ ডলার বা ২ শতাংশ। প্রতি ব্যারেল বিকিয়েছে ৮৬ দশমিক ০৫ ডলারে। গত মাসে ভোক্তা পর্যায়ে মার্কিন মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। তবে জুলাইয়ে তা অপরিবর্তিত ছিল। আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার নীতি-নির্ধারণী বৈঠক করবেন ফেডের কর্মকর্তারা। দুই দিনব্যাপী ওই সভায় মোটা অংকের সুদের হার বাড়ানোর ঘোষণা দিতে পারেন তারা। বিওকে ফিন্যান্সিয়ালের বাণিজ্য বিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেনিস কিসলার বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ফেডকে প্রত্যাশার চেয়ে বেশি সুদহার বাড়াতে হতে পারে। অপরিশোধিত তেলের বাজারে যা ঝুঁকি সৃষ্টি করতে পারে। সেই সঙ্গে ডলার আরও শক্তিশালী হতে পারে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited