অনলাইন ডেস্ক :
ইউক্রেন যুদ্ধ সময় থেকে, প্রায় ৬ মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে মন্দাভাব চলছে। আজ সোমবার (৮ আগস্ট) আরেক দফা কমেছে জ্বালানি তেলের দাম।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম ১.৫৪ ডলার কমে পৌঁছেছে ৯৩.৩৮ ডলারে। অন্যদিকে ওয়েস্ট টেকসাস ইন্টারমিডিয়েট (ডব্লিইটিআই) তেলের দাম প্রতি ব্যারেলে ৪১ সেন্ট কমে হয়েছে ৮৭.৬৩ ডলারে। মোট শতকরা হিসেবে উভয় প্রকার তেলের দাম এ দিন কমেছে ১.৬ শতাংশ। এই ধারাবাহিকতায় গত ৬ মাসে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমেছে ১৩.৭ শতাংশ ও ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৯.৭ শতাংশ।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited