অনলাইন ডেস্ক :
স্বাগতিক অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়নি অন্যতম ব্যাটার রাসি ভান ডার দুসেনকে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় আঙুলে চোট পাওয়ার পর সেরে উঠতে না পারায় তাকে বাদ পড়তে হলো দল থেকে। দুসেন বাদ পড়লেও দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা ভাবুমা। কুইন্টন ডি’কক, ডেভিড মিলারের মতো অভিজ্ঞ ব্যাটারদের সঙ্গে হেনরিক ক্লাসেন, এইডেন মার্করামও, এনরিখ নরকিয়া, ওয়েইন পার্নেল, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদাদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল দিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। এ ছাড়া স্পিন বিভাগের নেতৃত্ব দেবেন কেশব মহারাজ।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনড্রিকস, হেনরিক ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিক নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও ওয়েইন পার্নেল।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited