অনলাইন ডেস্ক :
জাতীয় গ্রিডে বিপর্যয়ের প্রায় আট ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৯টায় পর থেকে ঢাকার গুরুত্বপূর্ণ অঞ্চলে বিদ্যুৎ আসতে শুরু করে। এর আগে বিকেল থেকে দেশের বিভিন্ন অঞ্চলেও বিদ্যুৎ আসতে থাকে। রাত ৯টায় মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে- রাজধানীর মিরপুর, মগবাজার, মাদারটেক, রামপুরা, গুলশান, উলন, বসুন্ধরা, ধানমন্ডি, আফতাবনগর, বনশ্রী, ধানমন্ডি (আংশিক), আদাবর, শেরে বাংলা নগর, তেজগাঁও, মিন্টোরোড, মতিঝিল, শ্যামপুর, পাগলা, পোস্তগোলা, সিদ্ধিরগঞ্জসহ বেশকিছু এলাকায় বিদ্যুৎ রিস্টোর হয়েছে। বিদ্যুৎ বিভাগের সকল দফতর, সংস্থা ও কোম্পানির কর্মকর্তা, ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা অক্লান্ত শ্রম দিচ্ছেন, দ্রুতই বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে জানায় মন্ত্রণালয়।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited