অনলাইন ডেস্ক :
বিশ্বের যেকোনো দেশের নাগরিক বিনা ভিসায় কেনিয়ায় ভ্রমণের সুযোগ পাবেন। আগামী জানুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এ কথা জানান।
রুটো জানান, তার সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখান থেকে আগেভাগেই পর্যটকদের ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন দেওয়া হবে।
তাদের আর ভিসার জন্য আবেদন করতে হবে না।
কেনিয়ার স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী নাইরোবিতে আয়োজিত একটি অনুষ্ঠানে রুটো বলেন, বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো মানুষেরই আর কেনিয়া ভ্রমণের জন্য ভিসা আবেদনের ঝামেলা পোহাতে হবে না। দীর্ঘদিন ধরেই রুটো আফ্রিকা মহাদেশে ভিসামুক্ত ভ্রমণের পক্ষে কথা বলে আসছেন। গত অক্টোবরে কঙ্গো প্রজাতন্ত্রে এক সম্মেলনে তিনি বলেছিলেন, আফ্রিকান দেশগুলোর লোকদের ২০২৩ সালের শেষ নাগাদ কেনিয়াতে ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হবে না।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited