আন্তর্জাতিক ডেস্ক :
বিদেশিদের সৌদি আরবের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে সৌদি সরকার। তবে বিভিন্ন পেশায় বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশিরাই সৌদি আরবের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বলে বৃহস্পতিবার আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করে আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিগত ক্ষেত্রে উচ্চ যোগ্যতা সম্পন্ন পেশাদারদের সৌদি আরবের নাগরিকেত্বের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ২০১৯ সালে সৌদি আরবের শুরা কাউন্সিল প্রবাসীদের জন্য সম্প্রতি স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে রেসিডেন্ট পারমিট দেওয়ার বিধান রেখে একটি রেসিডেন্ট পারমিট আইনের খসড়া অনুমোদন দিয়েছিল। এর আওতায় পার্মানেন্ট বা টেম্পোরারি রেসিডেন্সি ভিসা অর্থাৎ স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে বসবাসের করার ভিসা যারা পাবেন, তারা বিশেষ কিছু সুবিধা ভোগ করবেন।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited