প্রযুক্তি ডেস্ক :
নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসাবে নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম তিন মাসের বেতন বিটকয়েন হিসেবে চান বলে টুইট করেছেন এরিক অ্যাডামস। নিউ ইয়র্ক সিটিকে ক্রিপ্টোকারেন্সি শিল্পের কেন্দ্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক দলের এই প্রতিনিধি। এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ২০২২ সালের ১ জানুয়ারি থেকে। তিনি ৪ নভেম্বর টুইটে করেছেন, “নিউ ইয়র্কে আমরা সব কিছুই বড় করে করি, তাই মেয়র হওয়ার পর আমার প্রথম তিনটি বেতন আমি বিটকয়েনের মাধ্যমে নেব। ক্রিপ্টোকারেন্সিসহ অন্যান্য উদ্ভাবনী শিল্পের কেন্দ্রে থাকবে নিউ ইয়র্ক।” প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ বলছে, অ্যাডামসের বিটকয়েনের বেতন নাওয়ার ঘোষণার বাস্তবে কার্যকর হওয়ার হওয়ার সম্ভাবনা কম। বিটকয়েনের বাজার মূল্য অস্থিতিশীল। এই পরিস্থিতিতে প্রথম প্রশ্ন হয়ে দাঁড়াবে অস্থিতিশীল মূল্যের বাজারে মার্কিন ডলারের সঙ্গে সমতূল্য বিটকয়েন নির্ধারণ।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited