অনলাইন ডেস্ক :
ডলার কেনা ও বেচার মধ্যে সর্বোচ্চ ১ টাকা মুনাফা করতে পারবে ব্যাংকগুলো। ডলারের বাজারে অস্থিরতা কাটাতে কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এমন নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সব ডেপুটি গভর্নরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিগগিরই ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে ডলার বাজারে একটা টানাপোড়েন চলছে। এ থেকে কীভাবে উত্তোরণ করা যায়, সে বিষয়ে বাফেদা ও এবিবির সঙ্গে বৈঠক হয়েছে। ব্যাংকাররাও মনে করেন আমদানি যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাতে খুব স্বল্প সময়ের মধ্যে মুদ্রাবাজার স্থিতিশীল হয়ে আসবে। গত ২৬ মে এববিবি ও বাফেদার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত নেয়। বিশেষ করে বাফেদা ঘোষিত দরে সব ব্যাংকে ডলার বেচাকেনা ও সর্বোচ্চ ১ টাকা মুনাফার সিদ্ধান্ত তখনও নেয়া হয়। যদিও ব্যাংকগুলো ওই সিদ্ধান্ত কার্যকর করেনি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited