অনলাইন ডেস্ক :
ঘোড়ায় চড়ে অক্ষয় কুমার, টগবগিয়ে ছুটছেন। অন্যদিকে মোটরবাইকে সঞ্জয় দত্তের স্টান্ট! বলিউডের দুই সুপারস্টারের দুরন্ত এন্ট্রি!
সম্প্রতি অক্ষয় কুমার তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, অক্ষয় ঘোড়ার পিঠে এবং সঞ্জয় বাইকে। এই ভিডিও শেয়ার করে অক্ষয় লিখলেন, ”১৬ বছর হল ওয়েলকাম ছবির মুক্তির। আমরা আবার ফিরছি ওয়েলকাম টু দ্য জঙ্গল” নিয়ে। এই দারুণ মুহূর্তে সঞ্জুবাবার দারুণ এন্ট্রির ঝলক রইল।”
আসছে ‘ওয়েলকাম’-এর সিক্যুয়েল। অক্ষয় কুমারের পাশাপাশি রয়েছেন একঝাঁক বলিউড তারকা। ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় ছবির নাম- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ২০২৪ সালের বড়দিনে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Dowa Media Group Limited